গণস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সিটি কর্পোরেশনকে সেবামূলক জবাবদিহিতার প্রতিষ্ঠানে পরিণত করব –মেয়রপ্রার্থী এম.এ মতিন

হযরত শাহ আমানত (রহ.)’র মাজার জিয়ারতের মাধ্যমে এম.এ মতিনের নির্বাচনী প্রচারণা শুরু:
গণস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সিটি কর্পোরেশনকে
সেবামূলক জবাবদিহিতার প্রতিষ্ঠানে পরিণত করব
–মেয়রপ্রার্থী এম.এ মতিন
————
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী (মোমবাতি) জননেতা মাওলানা এম.এ মতিন বলেন, আমি নির্বাচিত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জনগণের আস্থাশীল, সেবামূলক এবং জবাবদিহিতার প্রতিষ্ঠানে রূপান্তর করব। শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানি সরবরাহ, চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে দৈনিক ভিত্তিতে নালা-নর্দমা পরিস্কার এবং পরিকল্পিতভাবে চাকতাই খাল খননসহ এই শহরকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগরীতে রূপান্তর করতে ময়লা-আবর্জনাগুলো গভীর রাতে পরিস্কার করে এগুলোকে বাণিজ্যিকীকরণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন চিকিৎসা সেবাকে জনগণের কাছাকাছি পৌঁছে দিতে চট্টগ্রামকে ৪টি জোনে ভাগ করে প্রতি জোনে একটি করে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন দুস্থ তহবিল গ্রহণ করে বার্ষিক ২ (দুই) হাজার অসহায় পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, হতদরিদ্র পরিবারের দৈনিক ৫০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ এবং ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল কর্পোরেশন থেকে পরিশোধ করা হবে। আজ ১০ মার্চ রবিবার দুপুর ৩ ঘটিকায় চট্টগ্রাম জেল রোডস্থ হযরত শাহ আমানত (রহ.)’র মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণাকালীন এলাকাবাসীর উদ্দেশ্যে উল্লেখিত বক্তব্য রাখেন। মাজার জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা মাওলানা বেলায়েত আলী খান (ম:জি:আ:)। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স.উ.ম আবদুস সামাদ, এড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক জালাল উদ্দিন আজহারী, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, মুহাম্মদ আবদুল হাকিম, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী, অধ্যক্ষ ওবাইদুল মুস্তফা কদমরসুলী,মাওলানা ইয়াছিন হায়দরী,নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা আলী শাহ নেছারী, সৈয়দ আবু আজম,অধ্যাপক কাজী ইউনুস, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা হাফেজ আব্দুল লতিফ চাটগামী,গিয়াস উদ্দিন নিজামী, সৈয়দ আবু নওশাদ নঈমী, গিয়াস উদ্দীন কাদেরী, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ নুরুল্লহ রায়হান খান, মুহাম্মদ জসিম উদ্দিন,মুহাম্মদ জামাল উদ্দীন,হাবিবুল মুস্তফা সিদ্দিকী,সালাহ উদ্দীন খোকন, কাজী শাকের আহমদ, মাওলানা মুখতার আহমদ রজভি, মাওলানা সাবেরী,মুহাম্মদ এনামুল হক, নিজামুল করিম সুজন, আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ মারুফ রেজা, মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, মুহাম্মদ এনামুল হক, রিয়াজ উদ্দীন,মুহাম্মদ ফোরকান কাদেরী, এইচ এম এনামুল হক, আসহাব উদ্দীন মুরাদ,শাহজাহান বাদশা, মুহাম্মদ গোলাম মোস্তফা, রেজাউল করিম, আতিকুর রহমান, কাজী আরাফাত, নূর রায়হান চৌধুরী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং