হাটহাজারী পৌর ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাটহাজারীতে ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার একচল্লিশতম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার এক আলোচনা সভা হাটহাজারী বাসষ্ট্যান্ডস্থ “ইয়েন রেস্তোঁরায়” অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মহিউদ্দিন মহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জননেতা মাওলানা কাজী সৈয়দ আবু সাঈদ আল কাদেরী। উদ্বোধক ছিলেন হাটহাজারী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক নাজিমুল হক আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাহেদুল আলম।
প্রধান অতিথি জননেতা কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ আল কাদেরী বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হতে হবে ছাত্র সমাজের স্বার্থে নানা পদক্ষেপ নেয়ার মাধ্যমে অনুকুল ইতিবাচক ছাত্র রাজনীতিতে শামিল হওয়া। যা বিদ্যমান ছাত্র রাজনীতিতে দেখা যায় না। আর এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। একচল্লিশ বছর ধরে ছাত্রসেনা আদর্শিক পথে ছাত্র সমাজকে আদর্শিকভাবে উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত করে আসছে। লক্ষ্যভ্রষ্ট ঘুণে ধরা ছাত্র রাজনীতিকে সঠিক পথে ফেরাতে আদর্শিক ছাত্রবান্ধব রাজনীতিকে বিকশিত করার আহ্বান জানান। তিনি আরো বলেন,ছাত্র রাজনীতিতে ছাত্র সমাজের সমস্যাকে প্রাধান্য দিতে হবে। টেন্ডারবাজি, ক্যাম্পাস দখল ও হানাহানির ছাত্র রাজনীতির অবসান দেখতে চায় ছাত্র সমাজ। সুন্নিয়ত প্রচারে এবং ছাত্র সমাজকে আদর্শিকভাবে ধরে রাখতে ইতিবাচক ছাত্র রাজনীতির উদাহরণ ছাত্রসেনা। তাই ছাত্র সমাজকে ছাত্রসেনার প্লাটফরমে আসার তাগিদ দেন।

প্রধান বক্তা ছাত্রনেতা সাহেদুল আলম বলেন, ছাত্রসেনা দীর্ঘ একচল্লিশ ধরে আদর্শিক ছাত্র রাজনীতিতে সক্রিয় বলেই আজ ছাত্র সমাজ এ প্লাটফরমে আসতে পারছে। এ সংগঠনের মধ্যে কলংকের কোনো দাগ নেই। তাই, ছাত্র সমাজের ঠিকানা হয়ে উঠেছে ছাত্রসেনা।
প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতি কমিটির আহবায়ক হাফেজ সোলায়মান এবং সচিব হাফেজ শাহেদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন রাণীরহাট বায়তুল করম জামে মসজিদের খতিব মাওলানা সাদেক হোসেন, হাটহাজারী উপজেলা যুবসেনার তথ্য প্রযুক্তি সম্পাদক নুরুল ইসলাম, হাটহাজারী পৌরসভা যুবসেনার সাধারণ সম্পাদক সৈয়দ নেজাম উদ্দিন,হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আলী আকবর, হাটহাজারী পৌরসভা ছাত্রসেনার সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক,সাবেক সহ-অর্থ সম্পাদক মামুনুল হক,সাবেক সহ-প্রচার সম্পাদক সৈয়দ মুসনাত শাকিল,সাবেক সিনিয়র সদস্য নেওয়াজ শরীফ, সাবেক সিনিয়র সদস্য সুমন আলী প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং