বাগেরহাটের রামপালে প্রধানমন্ত্রীর ঘর পেয়েছে ১০ গৃহহীন পরিবার।
রাজু চৌধুরী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৬ সাল থেকে দেশের দরিদ্র অসহায় ও ভূমিহীনদের কথা চিন্তা করে কাজ শুরু করেন। ৯৭ সালে ভয়াবহ বন্যার সময় থেকে আওয়ামীলীগ সরকার ব্রাক আকারে আশ্রয়ন প্রকল্পের শুরু করেছিল।
এই মুজিববর্ষে দেশের প্রায় ৮ লক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান করছেন। মুজিববর্ষ উপলক্ষ্যে রামপাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান অনুষ্টান শেষে সাংবাদিকদের প্রশ্নের উওরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই বছরের মধ্যে যারা গরীব ও অসহায় মানুষ গৃহহীন আছেন তাদের মধ্যে আমরা ঘর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা বাস্তবায়ন করতে সক্ষম হবো। ৯৬ সালর মোংলা বন্দরে কোনো ইন্ডাষ্ট্রি ছিল না। সেখানে কাঁশবন ছিল। মননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সেখানে ইপিজেড বাস্তবায়ন করেছেন। মৃতপ্রায় মোংলা বন্দরকে সচল করেছেন।
মুজিববর্ষ উপলক্ষ্যে রামপালে এই ধাপে ১০ টি গৃহহীন পরিবার মাথা গোজার ঠাই পেয়েছে। এদিন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও সাধন কুমার বিশ্বাস, এসিল্যান্ড শোভন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মনজুরুল আলম, ডাঃ সুকান্ত কুমার পাল, যুবলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দরা।