সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু,ফেনসিডিল,গাঁজা,মদসহ ১ জনকে আটক করছে ২০বিজিবির সদস্যরা

  • সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু,ফেনসিডিল,গাঁজা,মদসহ ১ জনকে আটক করছে ২০বিজিবির সদস্যরা

    মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা:
    জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু,১৭৯ বোতল ফেনসিডিল,৩ কেজি গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার,এসময় মাদক পাচার করার অপরাধে একজন মাদক চোরাকারবারিকে আটক করছে।
    জানা যায়,ঘাসুরিয়া বিওপির টহলদলের নায়েক মোঃ আলম হোসেন এর নেতৃতে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার ও  ৬ বোতল ফেনসিডিলসহ রনগাঁও পাঁকা রাস্তার উপর থেকে দক্ষিন দামুদরপুর গ্রামের মৃত সজতুল্লাহর ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮) কে আটক করে।
    এছাড়াও ঘাসুরিয়া বিওপির সদস্যরা চৌঘরিয়া মাঠের মধ্যে ওৎ পেতে থাকাবস্থায় চোরাকারবারীরা ভারতীয় ০৬টি গরু নিয়ে আসার সময় ধাওয়া করলে ফেলে পালিয়ে যায়। এদিকে পৃথক অভিযানে কয়া বিওপির বিজিবির সদস্যরা ৩ কেজি গাঁজা,পাঁচবিবি বিশেষ ক্যাম্পের টহলদল ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করে। হিলিসিপি,বাসুদেবপুর,ডাংগাপাড়া ক্যাম্পের টহলদলের সদস্যরা ১০২ বোতল ফেনসিডিল এবং ৫ বোতল মদ উদ্ধার করে।
    জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরোও বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
    আটককৃত মালামালের সিজার মূল্য-১৩,৭৫,৪৫০/- (তের লক্ষ পঁচাত্তর হাজার চারশত পঞ্চাশ টাকা মাত্র) বলে জানিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং