জয় বাংলা স্লোগানে মোমবাতি প্রতীক মেয়র প্রার্থী ফারুক বাহাদুরের বাড়িতে হামলা, আহত ৬

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব ফারুক বাহাদুর এর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্ততারা।

আজ ১২ ফ্রেবুয়ারী মাগরিবের নামাজরত অবস্থায় জয় বাংলা এই স্লোগান দিয়ে ইট, পাটকেল ছুড়ে মারে ফারুক বাহাদুরের বাড়ি লক্ষ করে।

জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে চন্দনাইশ পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক প্রচারনায় জমে উঠেছে দিনব্যাপী। প্রচারনার শেষে সবাই যখন মাগরিবে নামাজরত অবস্হায় তখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকার শ্লোগান দিয়ে কিছু দূর্বৃত্তরা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুরের বাড়িতে হামলা চালায়।

এতে ফারুক বাহাদুরের মা ফাতেমা বেগম (৬৫), স্ত্রী রহিমুন্নেছা সাবেরা, বড়বোন জান্নাতুল ফেরদৌস, ছোটবোন লাকি, জহুর ও বাবলু আহত হয়।

এসময় মেয়রপ্রার্থী ফারুক বাহাদুর বলেন, আমাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই মোবাইলে নানার ধরণের আমাকে এবং আমার কর্মীদের হুমকি-ধুমকি দিয়ে আসছিল। আজ যখন আমারা প্রচারনা শেষে করে বাড়িতে এসে সবাই যখন মাগরিবের নামাজরত ছিল। সে সময়ে শতাধিক ছেলে আমার বাড়ির সামনে এসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ইট, পাটকেল নিক্ষেপ করে। এতে আমার মা, স্ত্রী, বোনসহ মোট ৬ জন গুরুতর আহত হয়।

Facebook
Twitter
LinkedIn

আরো খবর

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি: প্রধান উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত যে

বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক, বলছেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিসহ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, অবরোধ,

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শনিবার (৩০ নভেম্বর) আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জন

সরকারি কর্মচারীদের শুধু নিজের সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং