সালাম না দেওয়ায় রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান মিয়াকে (১৬) খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাত কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতার সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ডিবি’র (মতিঝিল) এডিসি শাহিদুর রহমান জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়। তিনি বলেন, খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।
গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সে একটি প্রিন্টিং প্রেসে কাজ করত।