২০ ফেব্রুয়ারি-২০২১ ইংরেজি শনিবার রাজধানী ঢাকায় স্থায়ী দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহগামী সম্মেলন ও কাউন্সিল’২১ জি. এম শাহাদত হোছাইন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইমরান হুসাইন তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব আল্লামা এম এ মতিন এবং বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কাউন্সিলে মুহাম্মদ মারুফ রেজা (ঢাকা বিশ্ববিদ্যালয়)কে সভাপতি, মুহাম্মদ নুরুদ্দিন (হবিগঞ্জ জেলা, ছাত্র, বৃন্দাবন সরকারি কলেজ) কে সাধারণ সম্পাদক, আরিফ আহমদ খান (বি-বাড়িয়া, ছাত্র- বি-বাড়ীয়া সরকারি কলেজ) কে সাংগঠনিক সম্পাদক
আরিফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।